Homeবন ও বণ্যপ্রানীযমুনার চরে ঘুরে বেড়াচ্ছে বন্য হাতি

যমুনার চরে ঘুরে বেড়াচ্ছে বন্য হাতি

ভারতের আসাম থেকে যমুনা নদী দিয়ে ভেসে আসা এই বন্য হাতিটি এখন রয়েছে বগুড়া জেলার সারিয়াকান্দিতে চর হরিরামপুরে।

ভারত থেকে নদীপথে প্রায় ২০০ কিলোমিটার ভাসতে ভাসতে হাতিটি এই চরে এসে উঠেছে।

বাংলাদেশের প্রধান বন সংরক্ষক ইউনুস আলী জানিয়ছেন, ভারত থেকে পাওয়া এক ইমেইলের মাধ্যমে তারা এই হাতিটির কথা প্রথমে জানতে পারেন।

ব্রহ্মপুত্র ও যমুনা নদী সাঁতরে হাতিটি এখন যমুনার চরে চরে ঘুরে বেড়াচ্ছে বলে তিনি জানান।

হাতিটি সম্পর্কে খোঁজ খবর নিতে আন্তর্জাতিক পরিবেশ সংস্থা আইইউসিএন-এর একটি প্রতিনিধদল ১৭ই জুলাই হরিরামপুরে যায়।

ছবিতে দেশি কায়দা ব্যহার করে আইইউসিএন কর্মীদের হাতির অবস্থান বের করতে দেখা যাচ্ছে।

বন বিভাগের কর্মকর্তার বলছেন, এই মওসুমে চরাঞ্চলে হাতির জন্যে পর্যাপ্ত খাবার পাওয়া যায়। প্রচুর ঘাস, কলা গাছ, বাঁশ আছে।

ফলে হাতিটির খাবারের কোন অভাব হচ্ছে না বলে তারা জানান।

এই হাতিটি নিয়ে যমুনার পারের মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ।

নৌকা বোঝাই করে লোকজন আসছে হাতিটিকে এক নজর দেখতে।

ভারত থেকে বাংলাদেশে হাতি আসার ঘটনা এটিই প্রথম নয়।

এর আগেও আরো দু’বার এরকম হাতি আসার ঘটনা ঘটেছে। -বিবিসি

No comments

Sorry, the comment form is closed at this time.