Homeবন ও বণ্যপ্রানীবাগেরহাটে ২ অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটে ২ অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলা থেকে দুটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

সোমবার বিকেলে অজগর দুটি সুন্দরবনে অবমুক্ত করা হবে।

সোমবার সকালে মোড়েলগঞ্জের সন্ন্যাসী বাজারের বিসিআইসি সারের ডিলার গফফার কাজীর বাড়ির উঠানে জালের সাথে জড়ানো একটি অজগর আটক করে এলাকাবাসী।

অপরদিকে শরনখোলা উপজেলার আমড়াগাছিয়া বাজার সংলঘ্ন নয়ন সিং বাড়ির পুকুরে জালে জড়ানো আর একটি অজগর সাপ আটক করে স্থানীয়রা।

অজগর আটকের সংবাদ মুহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে প্রায় ৭ফুট ও ৮ ফুট অজগর দুটি এক নজর দেখার জন্য দুই বাড়িতেই  ভীড় জমান শত শত মানুষ।

খবর পেয়ে পূর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ওর্য়াল্ড টিম বাঘ প্রজেক্টের সদস্য আবু নাইমসহ দুই সদস্যের একটি টিম দুপুরে  সন্ন্যাসী বাজার ও আমরাগাছিয়া বাজার থেকে অজগর দুটি উদ্ধার করে তাদের জিম্মায় নেয়।

পূর্ব-সুন্দরবনের ধানসাগর স্টেশন কর্মকর্তা হওলাদার আজাদ কবির মুঠোফোনে জানান, ওয়ার্ল্ড টিম বাঘ প্রজেক্টের সদস্যদের মাধ্যমে উদ্ধার হওয়া অজগর দুটি বিকেলে পূর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ফরেস্ট ক্যাম্পে অবমুক্ত করা হয়।

No comments

Sorry, the comment form is closed at this time.