Homeসবুজ ভাবনাপ্যারিস সম্মেলনে প্রধানমন্ত্রীকে উপস্থিত থাকার অনুরোধ

প্যারিস সম্মেলনে প্রধানমন্ত্রীকে উপস্থিত থাকার অনুরোধ

ঢাকা, ১০ আগস্ট: আসন্ন প্যারিস জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ নামে বাংলাদেশের একটি পরিবেশবাদী সংগঠন।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের ট্রাস্টের গাজী মনজুরুল আলম এ অনুরোধ জানান।

লিখিত বক্তব্যে গাজী বলেন, ‘বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনের কারণ বিপন্ন দেশগুলোর নেতৃত্ব প্রদান ও দরিদ্র মানুষের অধিকার রক্ষায় প্যারিস সম্মেলনে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকা জরুরি। তিনি উপস্থিত থাকলে সেখানে দারিদ্র দেশগুলো তাদের ক্ষতিপূরণ পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাছাড়া তিনি গেলে অন্যান্য দেশগুলোও কথা বলবে, তাদের দাবিগুলো তুলে ধরার সাহস পাবে।’

জলবায়ু অর্থায়নের নামে ঋণের বাণিজ্য সম্প্রসারণের অপচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সুস্পষ্ট অবস্থান গ্রহণ, সম্মেলনে বাংলাদেশের ভূমিকা শক্তিশালী করা, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতির বিষয়টি প্যারিস চুক্তির অন্তর্ভুক্ত করা, জলবায়ু পরিবর্তনজনিত স্থানান্তর ও অভিগমন বিষয়ে একটি পৃথক ওয়ার্ক প্রোগ্রাম চালু করার জন্যে প্রয়োজনীয় প্রস্তাব পেশ করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্রাস্টের আমিনুর রসুল ও অনলাইন নলেজ সোসাইটির প্রদীপ রায় প্রমুখ।

সবুজপাতা প্রতিবেদক

Post Tags
No comments

Sorry, the comment form is closed at this time.