Homeবন ও বণ্যপ্রানীনতুন প্রজাতির প্রজাপতি আবিষ্কার করলেন জাবি শিক্ষক

নতুন প্রজাতির প্রজাপতি আবিষ্কার করলেন জাবি শিক্ষক

জাবি প্রতিনিধি,১১জুন : প্রজাপতির নতুন একটি প্রজাতি শনাক্ত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন। তিনি ‘হোয়াইট ইয়েলো ব্র্যাস্টেড ফ্ল্যাট’ নামের নতুন প্রজাতিটি সুন্দরবন থেকে শনাক্ত করেন।

অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, প্রজাপতিটির বৈজ্ঞানিক নাম ‘জিরোসিস সিনিকা’। এর ডানার দৈর্ঘ্য ৩৫-৪৫ মিলিমিটার। গাঢ় বাদামী ও সাদা রঙের ডানাওয়ালা এই প্রজাপতিটি জঙ্গলের ঘন পাতার নিচে বাস করে। সুন্দরবন ছাড়া বাংলাদেশের অন্য কোথাও এখন পর্যন্ত এই প্রজাতিটি দেখা যায়নি। এ ছাড়া বাংলাদেশে এর জীবনচক্র ও অন্যান্য জৈবনিক কার্যক্রম এখনও জানা যায়নি।

তিনি বলেন, ২০১৪ সালের২৬ অক্টোবর বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত একটি প্রজেক্ট ‘আইইউসিএন আপডেটিং স্পেসিস রেডলিস্ট অব বাংলাদেশ’র সঙ্গে প্রজাপতি বিষয়ক গবেষণা দল নিয়ে সুন্দরবনের সুপতি থেকে বিরল প্রজাতির এ প্রজাপতিটি শনাক্ত করি। পরবর্তী সময়ে সিঙ্গাপুরের পরিবেশবিদ সানি চীর ও ভারতের প্রজাপতি বিশেষজ্ঞ ইসাক কেশিমকার কাছে প্রজাপতিটির বিবরণ পাঠালে তারা প্রজাপতির এই প্রজাতিটির ব্যাপারে নিশ্চিত করেন।

অধ্যাপক মনোয়ার হোসেন সুন্দরবন থেকে এ পর্যন্ত ৩৮ প্রজাতির প্রজাপতি শনাক্ত করেছেন।

Post Tags
No comments

Sorry, the comment form is closed at this time.