Homeসবুজ সংবাদধানমন্ডি মাঠ রক্ষায় ৫ দফা

ধানমন্ডি মাঠ রক্ষায় ৫ দফা

সবুজপাতা ডেস্ক, ৩০ মে: ‘ধানমন্ডি মাঠের বেআইনী স্থাপনা উচ্ছেদ ও নতুন স্থাপনা নির্মাণ বন্ধসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলন নামের একটি পরিবেশবাদী সংগঠন।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধনে এই পাঁচ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো: ধানমন্ডি মাঠ রক্ষার আন্দোলনের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা বাতিল, মাঠের অভ্যন্তরে সকল ধরনের নতুন-পুরাতন স্থাপনা উচ্ছেদ, মাঠের অবৈধ নির্মাণ কাজ বন্ধ, মাঠের দখলদারদের উৎখাত এবং সকল মানুষের প্রবেশাধিকার অবারিত ও সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-র যুগ্ম-সম্পাদক জাকির হোসেন, বাপা’র সাবেক সাধারণ সম্পাদক মইদুল হক খান, গ্রীণ ভয়েসের সমন্বয়ক আলমগীর কবির, সিডাসের পরিচালক হাসান ইউসূফ খান প্রমুখ।

No comments

leave a comment