Homeসবুজ বিতর্কউষ্ণ হচ্ছে মাউন্ট এভারেস্ট

উষ্ণ হচ্ছে মাউন্ট এভারেস্ট

সবুজপাতা ডেস্ক, ১০ ডিসেম্বরঃ  গ্লোবাল ওয়ার্মিংয়ের হাত থেকে রেহাই নেই মাউন্ট এভারেস্টেরও। উষ্ণ হতে শুরু করেছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। সংকুচিত হচ্ছে এভারেস্টের হিমবাহ। চিনের গবেষণায় উঠে এলো এমনই উদ্বেগজনক খবর।

গ্লোবাল ওয়ার্মিং ঠেকাতে বিশেষ পদক্ষেপ করার অঙ্গীকার করেছে ভারত সহ সারা বিশ্ব। আগামী পাঁচ বছরের মধ্যে পৃথিবীর উষ্ণতা স্থির রাখার চেষ্টা করছে। কিন্তু এই চেষ্টা, অঙ্গীকার কতদূর সফল হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। কেননা ইতিমধ্যে অনেকটাই গরম হয়ে উঠেছে মাউন্ট এভারেস্ট। সংকুচিত হতে শুরু করেছে এভারেস্টের হিমবাহ।

এরকম আর কিছুদিন চললে যে কোনও সময় নদী বা লেক হয়ে নেমে আসতে পারে এভারেস্টের হিমবাহ। চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেস, হিউমান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। এই তথ্য যে অমূলক নয়, সেকথা মাউন্ট কোমোলাংমা স্নো লিওপার্ড কনজারভেশন সেন্টারও স্বীকার করে নিয়েছে। – সংবাদমাধ্যম

No comments

Sorry, the comment form is closed at this time.